মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বহিষ্কৃতদের নাম প্রকাশে আলটিমেটাম ঢাবি প্রশাসনকে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি করে ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে ডাকসু। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে এ আলটিমেটাম দেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

এর আগে, গত ৩০ জানুয়ারি প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি করে ভর্তির অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। তবে বহিষ্কারের পরও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আলটিমেটামে প্রক্টরের উদ্দেশ্যে বলা হয়, উপাচার্য বলার পরও প্রক্টর বহিষ্কৃতের নাম প্রকাশ না করে যে ধৃষ্টতা দেখিয়েছেন তাতে শিক্ষার্থীরা প্রক্টরকে ধিক্কার জানিয়েছে। এর দায়ভার সম্পূর্ণ প্রক্টরের। এতে করে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা সরিষার ভিতরে ভূত দেখতে পাচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃতদের নাম প্রকাশ না করা হলে প্রয়োজনে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা ঝোলাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তানভীর হাসান সৈকত। এর আগে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদে ওই শিক্ষার্থীদের বহিষ্কারের সুপারিশ করা হয়। সে সময় বহিষ্কৃতদের নাম-পরিচয় জানতে চাইলে প্রক্টর সাংবাদিকদের বলেছিলেন, সিন্ডিকেটে চূড়ান্তভাবে বহিষ্কারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর