মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাণিজ্য মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

বিভিন্ন প্রতিষ্ঠানকে পদক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এবারের মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে মেলা শেষ না হলেও সমাপনী অনুষ্ঠান হয়ে গেছে। এ বছর বাংলাদেশসহ মোট ২১টি দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। গত বছর ৬৩০টি ছোট-বড় স্টল ছিল, এবার করা হয় ৪৮৩টি। মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলোকে ১৩ ক্যাটাগরিতে ৩৮টি পদক এবং সার্টিফিকেট দেওয়া হয়। এরমধ্যে চারটি পদক পেয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবারও সর্বোচ্চ পরিমাণ ভ্যাট দিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে ওয়ালটন পেয়েছে শীর্ষ ভ্যাট দাতার দুটি পুরস্কার।

এ ছাড়া মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মার্সেল পেয়েছে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার। সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী বছর থেকে বাণিজ্য মেলা হবে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে নির্মিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর