বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি ভোট কবে

আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন, সিদ্ধান্ত হবে পাঁচ উপনির্বাচন নিয়েও

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি ভোট কবে

আগামী মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ভোট নিয়ে আজ তৃতীয় দফা বৈঠকে বসছে তারা। ২৮ জানুয়ারি চট্টগ্রামের ভোট নিয়ে দ্বিতীয় দফা বৈঠক হয়। ওইদিন বৈঠক মুলতবি করা হয়। আজ বেলা ১১টায় ইসির ওই ৬০তম মুলতবি বৈঠক নির্বাচন ভবনে হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্যসূচিতে গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকের কমিশন সভা শেষে তিনটি আসনের উপনির্বাচনের তফসিলও হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, মুজিববর্ষ শুরু ১৭ মার্চ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস আর এপ্রিলজুড়ে এইচএসসি পরীক্ষা। ৭ ফেব্রুয়ারির নির্বাচনী দিন গণনা শুরু হবে চট্টগ্রাম সিটিতে। এ ছাড়া পাঁচটি আসনের উপনির্বাচনও মার্চের মধ্যে করতে হবে। তাই ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করে মার্চের শেষ সপ্তাহে ভোট করা সম্ভব চট্টগাম সিটিতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইসি সচিবালয় চট্টগ্রাম সিটি ভোট মার্চের শেষে করার প্রস্তাব দিতে পারে। আর পাঁচটি উপনির্বাচনের জন্য দুটি প্রস্তাব দিতে পারে। সূত্রমতে, প্রথমত মুজিববর্ষ শুরুর আগে ১২ মার্চ তিনটি উপনির্বাচন করা যেতে পারে। দ্বিতীয়ত ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোটের সঙ্গে বাকি উপনির্বাচনগুলো করার প্রস্তাব করা হতে পারে। এ ক্ষেত্রে ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামের ভোটের উপযুক্ত সময়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর