বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
শেষ সময়ে উৎসব

ছাড়ে পণ্য কিনতে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়

ওলী আহম্মেদ, শেকৃবি

ছাড়ে পণ্য কিনতে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়

আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা। শেষ সময়ে গতকাল বেচাকেনার ধুম পড়ে মেলায়। ক্রেতারা খুশি অবিশ্বাস্য মূল্য ছাড়ে কিনতে পেরে আর বিক্রেতারা খুশি স্টল-প্যাভিলিয়নে আসা সবাই এখন ক্রেতা। সবমিলে বাণিজ্য মেলা এখন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেলা ঘুরে দেখা যায়, বিক্রেতারা অবিশ্বাস্য মূল্যছাড় দেওয়ায় মেলাজুড়ে কেনাকাটার ধুম পড়েছে। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই নেই। স্টলগুলোর কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। হাঁফ ছাড়ার যেন সময় নেই। অবশ্য সারা দিন স্টলে থেকে বেচাবিক্রি শেষে পরিশ্রান্ত চোখে-মুখে ভেসে ওঠে আনন্দের ঝিলিক। কলাবাগান থেকে তুর্কি প্যাভিলিয়নে সপরিবারে এসেছেন সারাহ। প্যাভিলিয়নটির আলোকসজ্জাকরণের বিভিন্ন আকর্ষণীয় ল্যাম্পগুলো কাছে টেনেছে তাদের। নেড়েচেড়ে দেখছেন বেশ যতœ ও আগ্রহ নিয়ে। জানতে চাইলে তারা বললেন, ‘এর আগেও এ প্যাভিলিয়নে এসেছিলেন কিন্তু ল্যাম্পগুলোর দাম বেশি মনে হওয়ায় কেনা হয়নি। এখন শেষ সময়ে এগুলোর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে, আজকে কেনব ভাবছি।’ পোশাকের স্টল দিয়েছে দেশীয় গার্মেন্ট ব্র্যান্ড ‘সারা’। তারা তাদের সব পণ্যই ৪৫ শতাংশ মূল্য ছাড়ে বিক্রি করছেন। সারার জ্যাকেট ও প্যান্ট কিনতে ভিড় করছেন তরুণরা। মেলার সব দিনের মতো গৃহস্থালি পণ্য, খাদ্যদ্রব্য, ফার্নিচার, ক্রোকারিজ ও প্রসাধনী সামগ্রীর স্টলগুলোতে ছিল জমজমাট বেচাকেনা। কমপ্লিট ব্লেজার ব্র্যান্ড আশিক ফ্যাশনের স্টলকর্মী ফরহাদ হোসেন জানান, ‘মেলার শেষ লগ্নে ব্লেজার ও কটির চাহিদা আশাতীতভাবে বাড়ছে। প্রথম দিকে কেনাবেচায় মন্দা থাকলেও শেষের এ কয়েক দিনে তা পুষিয়ে গেছে, আমরা সন্তুষ্ট।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর