বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রংপুর প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম ও দুর্নীতির অর্ধশতাধিক অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মতিউর রহমান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, সাবেক সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, ড. তুহিন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক অধিকার সুরক্ষা পরিষদের সদস্যসচিব খায়রুল কবির সুমন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নীল দলের সভাপতি ড. নিত্য ঘোষ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে দিনের পর দিন অনুপস্থিত থাকা, বিশ্ববিদ্যালয়ের কাজে স্থবিরতা সৃষ্টি করা, কোর্স না পড়িয়েই এ বাবদ লাখ লাখ টাকা গ্রহণ, কর্মচারীদের মাধ্যমে অনার্স-মাস্টার্স কোর্সের ধারাবাহিক মূল্যায়ন কোর্সের পরীক্ষা গ্রহণ, একাডেমিক কর্মকান্ডে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি করার বিবরণ তুলে ধরা হয়।

সর্বশেষ খবর