বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো চার যুবক রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো চার যুবক রিমান্ডে

রাজধানীর পল্লবী থানায় করা চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর মামলায় চার যুবককে একদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. সজীব খান চার আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিরা হলেন নীলফামারীর সবুজ পাড়ার মফিজুল ইসলামের ছেলে আল-আলিফ হোসাইন, বরগুনা বামনার কালাই এলাকার আখতারুজ্জামানের ছেলে সামিউল আজমাইন, সাতক্ষীরা শ্যামনগরের জয়নগর গোবিন্দপুরের আফছার আলীর ছেলে জামিল আল-মামুন ও ঢাকার আশুলিয়ার বুড়িপাড়ার ছপুর উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম পাপ্পু।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা ফেসবুকে পেইজ ও আইডি ব্যবহার করে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর