বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সোনালীর খেলাপি ঋণ এক অঙ্কে নেমে আসবে : এমডি

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর শেষে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এক অঙ্কে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান। গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মুজিববর্ষে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। চলতি বছর শেষে সোনালী ব্যাংকের শ্রেণিকৃত ঋণ এক অঙ্কের কোঠায় নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও স্বাধীনতার পর দেশের শিল্প ও কৃষি খাতের উন্নয়নের পেছনে সোনালী ব্যাংকের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ করে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সোনালী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান করে আসছে। সরকারের ৩৭ ধরনের ভাতা সোনালী ব্যাংক কোনো ধরনের ফি ছাড়াই প্রদান করছে। খেলাপি ঋণ আদায় নিয়ে তিনি বলেন, গত বছর সোনালী ব্যাংক ৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে। বিগত বছরে ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে ঋণ নিয়মিত করা হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। শত প্রতিকূলতার মধ্যেও তিনি গত বছর সোনালী ব্যাংকের ১ হাজার ৭৩০ কোটি টাকা পরিচালন মুনাফাকে বিশেষ অর্জন বলে মনে করেন।

বর্তমানে সোনালী ব্যাংকের ১ হাজার ২২৪টি শাখাই অনলাইনের আওতায় আসায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান সহজতর হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর