শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুর্বল নেটওয়ার্কে বন্ধ আইসিটি ক্লাস

সিলেটের সীমান্তবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিপাকে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দুর্বল মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের কারণে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ক্লাস নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুর্বল ইন্টারনেটের কারণে প্রায় অসম্ভব হয়ে পড়েছে ক্লাস গ্রহণ। ইন্টারনেট না থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে আইসিটির প্র্যাকটিক্যাল ক্লাস। এমতাবস্থায় এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ারও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত কয়েক মাস থেকে হঠাৎ করে ভারত সীমান্তবর্তী সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলায় মোবাইল নেটওয়ার্ক সীমিত ও ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। ফলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট নিয়ে দেখা দেয় চরম ভোগান্তি। বিশেষ করে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় সীমান্ত লাগোয়া এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও ইন্টারনেট সিগন্যাল না পাওয়ায় তা ব্যবহার করতে পারছেন না। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নবম ও দশম শ্রেণির আইসিটি ক্লাস নিতে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের। বেশির ভাগ স্কুলে আইসিটির প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট থেকে কোনো ডকুমেন্ট ডাউনলোড করতে  হলে শিক্ষক ও শিক্ষার্থীদের ছুটে যেতে হচ্ছে সীমান্তের দূরবর্তী বাজারে। জকিগঞ্জ উপজেলার ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, তার স্কুল সীমান্তবর্তী হওয়ায় স্কুলের ভিতর মোবাইলের নেটওয়ার্কই পাওয়া যায় না। এভাবে পড়াতে গিয়ে আইসিটি বিষয়ের ওপর থেকে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মজিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ইন্টারনেট দুর্বল হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইসিটির প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবে না। এতে আইসিটি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ কমবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস না হলে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়াটা স্বাভাবিক।’  গ্রামীণফোনের সিলেট সার্কেলের (ব্যবসা) প্রধান আ স ম হেদায়েতুল হক বলেন, সরকারি বিধিনিষেধ থাকায় সীমান্ত এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী করা যাচ্ছে না। সরকারি নির্দেশনা ছাড়া মোবাইল অপারেটরগুলো চাইলেই নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর