শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপির হামলার ভয়ে ভোটার আসেনি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির লোকজন হামলা করবে এমন আশঙ্কা থেকেই ঢাকা সিটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপমহাদেশের মানদন্ডে ঢাকা সিটিতে সবচেয়ে ভালো ভোট হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রথম থেকেই ইভিএমের বিরুদ্ধে যেভাবে প্রচারণা চালিয়েছে, তাতে ভোটাররা বিভ্রান্ত হয়েছে। এটি যদি না হতো তাহলে আরও ভোট বেশি পড়ত। এ ছাড়া তারা প্রথম থেকেই বলেছে যে, এ নির্বাচান হচ্ছে আমাদের আন্দোলনের অংশ। আর বিএনপির আন্দোলন মানেই মানুষ জানে ‘জ্বালাও-পোড়াও’। তারা যখন ঘোষণা দেয় এ নির্বাচন আন্দোলনের অংশ, তখন মানুষ ‘হাঙ্গামার’ আশঙ্কা করেন। সে আশঙ্কার কারণেই অনেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যাননি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা।

সভায় প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার বিপক্ষে প্রার্থী হয়েছিলেন তারা আগামীতে দলের সম্মেলনে কোনো পদে প্রার্থী হতে পারবেন না। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রেবেকা সুলতানা, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠা-ু, বেগম আখতার জাহান, মেরিনা জাহান কবিতা, এমপি আয়েন উদ্দিন, এমপি এনামুল হক, এমপি ডা. মনসুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দিনের সরকারি সফরে গতকাল রাজশাহী এসেছেন। মন্ত্রী সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেন। একই স্থানে বিকালে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর