শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাদক, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধে শপথ করালেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে লাখো নারী পুরুষকে শপথ পাঠ করিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বিকালে লালদীঘি মাঠে চসিক আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর তিনি এ শপথবাক্য পাঠ করান। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর এইচএম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন                 আহমদ। বেলা আড়াইটা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে নগরের কাউন্সিলররা বাস, ট্রাক নিয়ে সমাবেশস্থলে আসেন।

সিটি মেয়র বলেন, ‘আমরা চাই এ শহর সবার জন্য নিরাপদ থাকুক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য হোক। আজ আমরা শপথ বাক্য পাঠ করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সুস্থ সবল থাকতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর