শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ

নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, আর অনৈক্য নয়, এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ করতে হবে। ঐক্য না থাকায় যে কেউ এখন সাংবাদিকদের ওপর হাত তুলে পার পেয়ে যায়। এ সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে এদের দাঁতভাঙা জবাব দিতে হবে। এ সময় নেতৃবৃন্দ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান। সমাবেশে বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, আরেক অংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ, সাংবাদিক নেতা আলমগীর হোসেন, রিতা নাহার প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ। শাবান মাহমুদ বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় আমরা এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। স্বাধীনতার পর কমপক্ষে ৩০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিচার হয়েছে মাত্র একটি হত্যার। এ পর্যন্ত যত সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন সেসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করে শাবান মাহমুদ বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর