শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজশাহী নগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে তোড়জোড়

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবারের বর্ধিত সভায়। কেন্দ্রীয় নেতারা এ দিন নির্ধারণ করেন। ৫ বছরের বেশি সময় পর আগামী ১ মার্চ হবে সম্মেলন। সম্মেলনকে ঘিরে গত দুই মাস ধরে পদপ্রত্যাশীরা চালাচ্ছেন তৎপরতা। তবে সম্মেলনের দিন নির্ধারণের পর নগরে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি। ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, ‘আমি শহরে জন্মেছি। থাকিও শহরে। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি চান তাহলে অবশ্যই দায়িত্ব নেব। নেত্রী চাইলে প্রার্থী হতে আমার কোনো আপত্তি নেই।’ ওমর ফারুক চৌধুরীর হঠাৎ এমন ঘোষণায় নড়েচড়ে বসেছেন নগরের নেতারা। এত দিন বর্তমান সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছিলেন সভাপতি হিসেবে একক প্রার্থী। ফারুক চৌধুরীর এমন ঘোষণা চ্যালেঞ্জে ফেলেছে লিটনকে। যদিও লিটনের সমর্থকরা মনে করেন, ফারুক চৌধুরীর এ ঘোষণা রাজনীতির মাঠ            গরম করার জন্য। এ ছাড়া সভাপতি হিসেবে যাদের নাম আসছে তারা হলেন- টানা চার বছর আরডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অধ্যক্ষ বজলুর রহমান, চিকিৎসক নেতা ও নগর আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবুর রহমান শেখ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, কেন্দ্রীয় নেতারা সম্মেলনের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। তারাও মেনে নিয়ে এখন প্রস্তুতি শুরু করেছেন । নির্ধারিত দিনেই তারা সম্মেলনটি শেষ করতে চান। অন্যদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। দলের ভিতর ও বাইরেও বিষয়টি নিয়ে সরব নেতা-কর্মীরা। বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার আবারও ওই পদটি পাচ্ছেন এমনটা মনে করছেন তার সমর্থকরা। দলীয় সূত্র জানায়, নগর, থানা ও ওয়ার্ড কমিটিগুলোতে ডাবলু সরকারের জনপ্রিয়তা অন্য যে কোনো নেতার চেয়ে বেশি। এর বাইরে নগর কমিটির শীর্ষ নেতৃত্ব ও দলীয় নেতা-কর্মীদের আলোচনায় আছেন বর্তমান কমিটির সহসভাপতি নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, আহসানুল হক পিন্টু, সরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবু ও জুবায়ের রুবন। আগামী সম্মেলন প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই নেতা নির্বাচন হবে বলে আশা করছি।’

সর্বশেষ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৪ সালের ২৫ অক্টোবর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর