শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জমে উঠেছে বসুন্ধরায় বেসিস সফটএক্সপো

এক ছাতার নিচে তথ্যপ্রযুক্তির সব সমাধান

নিজস্ব প্রতিবেদক

জমে উঠেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি খাতের মেলা ‘বেসিস সফটএক্সপো-২০২০’। এক ছাতার নিচে মিলছে তথ্যপ্রযুক্তি খাতের সব সেবা ও উদ্ভাবন। গতকাল ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আউটসোর্সিংয়ে আগ্রহী তরুণ প্রজন্মের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে মেলা ঘিরে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও অনেক দর্শনার্থী ভিড় জমান নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তির খোঁজে।

মেলায় আউটসোর্সিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নানা প্রয়োজনের জন্য দরকারি সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, নিজের বাড়ি বা যানবাহনটিকে চোরের হাত থেকে রক্ষার প্রযুক্তি, অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে নির্ভরযোগ্য গৃহকর্মী, ওষুধ, অটোমোবাইল সার্ভিস থেকে শুরু করে নানা সেবা পাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট কর্মী বা শিশুর শিক্ষা ও খেলার সাথী হিসেবে রোবট, অনলাইন ব্যাংকিং, অ্যাপের মাধ্যমে কৃষি পরামর্শ, অ্যাকাউনটেন্ট ছাড়াই সফটওয়্যারের    মাধ্যমে প্রতিষ্ঠানের ভ্যাটের হিসাব-নিকাশসহ তথ্যপ্রযুক্তি খাতের আকর্ষণীয় সব উদ্ভাবন ও সেবা নিয়ে হাজির হয়েছে দুই শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান। গতকাল সরেজমিন দেখা গেছে, প্রতিটা স্টলেই দর্শনার্থীর ভিড়। স্টলের কর্মীরা তাদের উদ্ভাবন ও সেবার বিষয়ে বর্ণনা করছেন দর্শনার্থীদের। মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকের চাহিদা নিয়ে বাড়ি বাড়ি ওষুধ সরবরাহের ব্যবস্থা নিয়ে মেলায় হাজির হয়েছে ইমেডিসিন টোয়েন্টিফোরডটকম। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জাহিদ হাসান বলেন, ‘যে কেউ আমাদের ফোন করে, অ্যাপের মাধ্যমে বা ফেসবুক পেজে ওষুধের চাহিদাপত্র দিলে দ্রুতগতিতে নির্ভেজাল ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ২৪ ঘণ্টা সার্ভিসটি চালু আছে। ৫০০ টাকার ওপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ নেই। সেই সঙ্গে পরিমাণের ওপর ভিত্তি করে ৮% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়। সরাসরি কোম্পানি থেকে ওষুধ নেওয়ায় মানের ব্যাপারে গ্রাহক নিশ্চিত থাকতে পারবেন। এরপরও মান নিয়ে গ্রাহকের যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।’ ড্যাফোডিল রোবোটিক ল্যাব এনেছে কয়েক ধরনের রোবট। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘এসব রোবটের কোনোটি বাড়ির শিশুকে বিনোদন দেওয়ার পাশাপাশি শিক্ষাদানের কাজটিও করবে। কোনোটিকে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদানে কাজে লাগানো যাবে। বাড়ি, হোটেল বা হাসপাতালের কাজেও লাগানো যাবে এসব রোবট।’ চার দিনব্যাপী মেলা চলবে রবিবার পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর