শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত ডিসি সম্মেলনে সিদ্ধান্ত

নতুন সীমান্ত হাটের জায়গা পরিদর্শন ২৬ ফেব্রুয়ারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসক পর্যায়ের তিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দুই দেশের পক্ষ থেকে নতুন ৩টি হাটের জায়গা ২৬ ফেব্রুয়ারি পরিদর্শন করা হবে। এই বৈঠক হয় মঙ্গলবার। এতে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বৃহস্পতিবার বিকালে ফিরে আসে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। অপর দিকে ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন পশ্চিম জেলার জেলা প্রশাসক ড. মাহান্তে সন্দীপ। সম্মেলনে দুই দেশের সীমান্তে যে তিনটি জায়গায় হাটের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো ত্রিপুরার সিপাহিজলা জেলার জগৎরামপুর (বাংলাদেশের কুমিল্লা সীমান্ত), পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া (বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত) ও ত্রিপুরার খোয়াই জেলার প্রহরমুড়া (বাংলাদেশের হবিগঞ্জ সীমান্ত)। সম্মেলনে গোমতী নদীর পানির অংশীদারিত্বের ব্যবস্থা, সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল জোরদার, অস্ত্র ও চোরাচালান, মাদক ও মানব পাচার, আন্তঃসীমান্ত অপরাধ বন্ধ, কাঁটাতারের বেড়া নির্মাণ ও আলোর ব্যবস্থা করা, অপরাধ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সীমান্তে আইনশৃঙ্খলা ইস্যু, পতাকা বৈঠক জারি রাখা, সীমান্ত খুঁটি পরিদর্শন ও সংস্কার করা, নতুন সীমান্ত হাটের জায়গা চিহ্নিতকরণ, কমলাসাগর সীমান্ত হাটের সমস্যা, আখাউড়া-আগরতলা আইসিপিতে আমদানি-রপ্তানি বাণিজ্যের অগ্রগতি, আগরতলা থেকে স্যুয়ারেজ পাইপের পানি আখাউড়া দিয়ে প্রবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মাদক শুধু বাংলাদেশে নয় ভারতেও সমস্যায় পরিণত হয়েছে। সুনির্দিষ্টভাবে যেসব ভারতীয় নাগরিক মাদকের সঙ্গে জড়িত তাদের একটি তালিকা ভারতীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এ ছাড়া আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর