শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রংপুরে বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ

রংপুর প্রতিনিধি

এলাকাবাসীর বাধার মুখে বন্ধ হয়ে গেছে রংপুরের খোকশা ঘাঘট নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। গতকাল দুপুরে নগরীর পার্কের মোড়ে নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও খনন কার্যক্রমে দখলদাররা বাধা সৃষ্টি করলে কাজ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, উচ্ছেদ কার্যক্রম বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও রংপুর পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজন মাটি খনন ও স্থাপনা উচ্ছেদ করতে এলে তারা বাধা দেন। বাধার মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেন।

রিভার ইন পিপলের পরিচালক ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ জানান, খোকসা ঘাঘট নদীটি কেডি খাল ও শ্যামা সুন্দরী খালের মাহিগঞ্জ সাতমাথা এলাকা থেকে নগরীর মডার্ন মোড়ে গিয়ে ঘাঘট নদীর সঙ্গে মিশেছে। এর আগে শতাধিক দখলদারকে চিহ্নিত করে গত ২৩ ডিসেম্বর দখল করা তিনশ মিটার জায়গা উদ্ধার শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রথম দফায় প্রায় দুই একর নগরীর জায়গা উদ্ধার করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মতলুব হোসেন বাদল বলেন, হাই কোর্টের আদেশ দেখিয়ে নদী খনন ও উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করে এলাকাবাসী। আমরা রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের বিষয়টি জানিয়েছি। তারা কী পদক্ষেপ নেয়, সেটা জানার পর কাজ শুরু হবে। তবে এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকৌশলী কথা বলতে রাজি হননি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর