শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জ সরকারি কলেজে প্রাক্তনদের পুনর্মিলনী শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। গতকাল বেলা ১১ টায় পতাকা উত্তোলন  ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে  দুই দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আব্দুর রশিদ। পরে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ কলেজের চার শিক্ষার্থীর পরিবারের হাতে সম্মাননা স্মারক প্রদান করে আয়োজক কমিটি। পরে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় কলেজের প্রাক্তন ছাত্র সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে ভালো পড়াশোনা হতো। পার্শ¦বর্তী জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। আগের অবস্থান ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে। শিক্ষায় পিছিয়ে পড়া এই জেলাকে মূলধারার সঙ্গে যুক্ত করতে হবে। 

জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, সুনামগঞ্জ শিক্ষায় পিছিয়ে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে শিক্ষার মনোন্নয়ন করতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণ করে শিক্ষার মানোন্নয়ন ঘটানো সম্ভব নয়। এখন একাডেমিক ভবনের অভাব নেই। শিক্ষকের শূন্যপদগুলো পূরণ করার পাশাপাশি দক্ষ শিক্ষকদের নিয়োগ দিতে হবে। শিক্ষার প্রসারে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ চমন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন বখত মুহিত,  জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক দূর্জুটি কুমার বসু, দীলিপ কুমার মজুমদার, কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুন নাহার বেগম শাহানা, সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মতিউর রহমান পীর, লে. কর্নেল (অব.) আলী আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর