শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাকসুর নির্বাহী সভা আজ, ক্ষোভ এজেন্ডা নিয়ে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর তৃতীয় নির্বাহী সভা আজ বিকাল ৩টায় ডাকসু ভবনে অনুষ্ঠিত হবে। তবে এ সভার এজেন্ডা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত একটি ‘অবহিতকরণ পত্র’ থেকে এই সভার বিষয়ে জানা যায়। পত্রটিতে ৮ ফেব্রুয়ারি ডাকসুর নির্বাহী সভার তারিখ জানিয়ে একটি আলোচ্যসূচি যুক্ত করা হয়। তবে সেই আলোচ্যসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠ ডাকসুর নির্বাচিত বেশ কয়েকজন সম্পাদক ও কার্যকরী সদস্য। ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত বিক্ষুব্ধ প্রতিনিধিরা দাবি করেন, আলোচ্যসূচি তৈরি করতে তাদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। এ কারণে গত ৫ ফেব্রুয়ারি নির্বাহী সভা বর্জনের ঘোষণা দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। আলোচ্যসূচিতে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো ‘এজেন্ডা’ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। এ ছাড়াও ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, সদস্য ফরিদা পারভীন ও রফিকুল ইসলাম সবুজও আলোচ্যসূচি নির্ধারণের বিষয়ে অবগত ছিলেন না বলে জানান। 

এদিকে আলোচ্যসূচি নির্ধারণের বিষয়ে কখনই অবগত করা হয় না বলে অভিযোগ ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিত ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের। দুর্নীতির অভিযোগে জিএস গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পর থেকে এজিএস সাদ্দাম হোসেনই আলোচ্যসূচি নির্ধারণ করেন বলেও অভিযোগ করেন ভিপি নুর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর