রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে ইয়াবা পাচারে নারী সিন্ডিকেট

একজন গ্রেফতার হলে দায়িত্ব নেন অন্যজন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে হাত বাড়ালেই মিলছে ইয়াবা। সীমান্তের ওপার থেকে চোরাকারবারিদের মাধ্যমে চালান আসায় সহজলভ্য হয়ে পড়েছে মাদক। সিলেট সীমান্ত দিয়ে আসা ইয়াবার চালান হাত বদল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর এ কাজে জড়িত রয়েছে শক্তিশালী ‘নারী সিন্ডিকেট’। মাদক পাচার, বিক্রি ও বহনের কাজ করছে এই সিন্ডিকেটের সদস্যরা। অসচ্ছল পরিবারের নারীদের প্রলোভন দেখিয়ে যুক্ত করা হচ্ছে এ সিন্ডিকেটে। সম্প্রতি এরকম একটি শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে ইয়াবা ব্যবসার নারী সিন্ডিকেটের মূল তিন হোতাকে। এ ছাড়া গত কয়েক মাসে র‌্যাবের হাতে আটক হয়েছে ওই সিন্ডিকেটের আরও অন্তত ২৫ সদস্য।

৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাগামী একটি বাস থেকে ৬১ হাজার পিস ইয়াবাসহ নাহিদা আক্তার ও শাহীনা বেগম নামের দুই নারীকে আটক করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। নাহিদা মাদারীপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের আছালত মিয়ার মেয়ে ও শাহীনা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বালিউড়া গ্রামের মৃত আবদুল কাদিরের মেয়ে। তাদের জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ সিলেটে নারী ইয়াবা ব্যবসায়ীদের একটি শক্তিশালী নেটওয়ার্কের সন্ধান পায়। ওই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থেকে আটক করা হয় বিশ্বনাথের পাঠাকইন গ্রামের তবারক আলী সুমনের স্ত্রী ইয়াবাসম্রাজ্ঞী সাবিনা আক্তারকে। গোয়েন্দা পুলিশ জানায়, সাবিনা সিলেটের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন। নারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কম সন্দেহ করায় বাহক হিসেবে তাদের তিনি বেছে নিতেন। এ ছাড়া সাবিনার সঙ্গে আরও কয়েকজন নারী সরাসরি ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছেন বলে নিশ্চিত   হয়েছেন গোয়েন্দা সদস্যরা। শুধু সাবিনা সিন্ডিকেট নয়, খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ইয়াবা ব্যবসার সঙ্গে নারীদের অন্তত ১০টি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, যারা ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে ব্যবসা করছে। এই সিন্ডিকেটে শতাধিক নারী ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর