রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আত্মঘাতী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি নির্বাচনের (চসিক) আগেই দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন আওয়ামী লীগ চট্টগ্রামের শীর্ষ দুই নেতা। তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। গতকাল নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নানাবিধ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। ফেসবুকে আত্মঘাতী কর্মকা বন্ধের আহ্বান জানিয়ে বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ও মেয়র নাছির আরও বলেছেন, আত্মঘাতী কর্মকা থেকে যতটুকু সম্ভব, নিজেদের বিরত রাখার চেষ্টা করতে হবে। চসিক নির্বাচন নিয়ে দ্বন্দ্ব না জড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, কোনো নেতাই দলের জন্য অপরিহার্য নন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। চসিক নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছিরের নাম আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উক্ত দুজনের নামেই মেয়র প্রার্থী হিসেবে পাল্টাপাল্টি বক্তব্য ও বিবাদে জড়িয়ে পড়ছেন এই দুই নেতার অনুসারীরা। বর্ধিত সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নওফেল যখন বক্তব্য রাখছিলেন, তখন সেখানে ছিলেন না মেয়র নাছির। বক্তব্য শেষ করে নওফেল চলে যাওয়ার সময় প্রবেশ করেন মেয়র নাছির। এ সময় দুজনের মধ্যে হাসিমুখে কুশল বিনিময়ও হয়েছে। দুই নেতার এত মিল থাকার পরও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চলছে দ্বিধা-দ্বন্দ্ব। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর