সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী গতকাল বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন। গতকাল সকাল থেকে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবনের সামনে মাঠে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করতে থাকেন। এতে বন্ধ হয়ে যায় ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় এমবিবিএস পাস করলেও এই কলেজের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না। এ ছাড়া কলেজে শিক্ষক সংকট, হাসপাতালে রোগী না থাকায় প্র্যাকটিস করতে না পারাসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছেন। এর আগে শনিবার এই শিক্ষার্থীরা তাদের অভিভাকদের নিয়ে নগরীর রেলগেটে সমাবেশ করেন। ওই সমাবেশ থেকেই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তারা তাদের দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন কর্মসূচিতে যাবেন।

এদিকে ক্লাস বর্জনের কথা স্বীকার করে কলেজটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বাধীন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেই পারেন। কিন্তু এতে প্রতিষ্ঠানের লাভ না ক্ষতি হবে সেটিও ভেবে দেখার দরকার ছিল। আমরা চেষ্টা করছি সরকারের শর্তগুলো পূরণ করে বিএমডিসির অনুমোদন নেওয়ার।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর