মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বদলে যাচ্ছে রাজশাহী শহর

দ্রুত প্রশস্ত হচ্ছে সড়ক নির্মাণ হচ্ছে একের পর এক ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১৮২ কোটি টাকা ব্যয়ে চলছে রাজশাহী-নাটোর মহাসড়কের সঙ্গে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সংযোগসড়ক নির্মাণ। কাজ শেষ প্রায় ৮০ ভাগ। রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেন্দ্র পয়েন্টে নির্মাণ হচ্ছে ফ্লাইওভার। স্থানীয়রা বলছেন, ফ্লাইওভার ও সড়কের নির্মাণকাজ শেষ হলে শক্তিশালী ও কার্যকর হবে মহানগরীর যোগাযোগব্যবস্থা। রাজশাহীতে নির্মাণ হচ্ছে উত্তরাঞ্চলের প্রথম ফ্লাইওভার। রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ফ্লাইওভার দুটি নির্মাণ করছে। সিটি করপোরেশনের ফ্লাইওভারের নির্মাণকাজ এখন শেষের দিকে। আরডিএরটা শেষ হবে আগামী জুনে। আলিফ-লাম-মিম ভাটা থেকে ৭ কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট প্রস্থের চার লেনের সংযোগসড়কটির কার্পেটিং ছাড়া প্রায় সব কাজ শেষ। সড়কে থাকবে ফুটপাথ, সড়কবাতি, ট্রাফিক কাঠামো, রোড মার্কিংসহ ডিভাইডার। এজন্য উচ্ছেদ অভিযানও চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের শামসুজ্জামান রতন জানান, সড়কটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, সড়কগুলো প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। জমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ আটকে ছিল বেশ কিছুদিন। এজন্য ভোগান্তি বেড়েছে মানুষের। তার পরও নাগরিকরা খুশি সড়ক চওড়া হওয়ায়। চার লেনের সড়কের পাশাপাশি মহল্লাগুলোকে উন্নত ও সংযোগসড়ক নির্মাণ করার পরিকল্পনা আছে সিটি করপোরেশনের। নেওয়া হয়েছে বেশকিছু নতুন প্রকল্প। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, বেশকিছু সড়ক চওড়ার কাজ চলছে। এ ছাড়া মহল্লা ও সংযোগসড়ক অবকাঠামো উন্নত করতে প্রকল্প নেওয়া হয়েছে। পরিকল্পিত নগরীতে ২৫ শতাংশ সড়কের প্রয়োজন থাকলেও রাজশাহীতে আছে মাত্র ৯ ভাগ। সে কারণে আগামী ৫০ বছরের পরিকল্পনায় নির্মাণ হচ্ছে সংযোগসড়ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর