মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মানসম্মত পণ্য সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ

-সায়েম সোবহান আনভীর

নিজস্ব প্রতিবেদক

মানসম্মত পণ্য সরবরাহ করে বসুন্ধরা গ্রুপ

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল সিমেন্ট সেক্টরের সেলস কনফারেন্স, ২০২০-এর সেরা পারফরমারদের সার্টিফিকেট প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপ সব সময় সেরা কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে মানসম্মত পণ্য সরবরাহ করে বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, এ বিষয়টি সেলস টিমকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোক্তাদের কাছে তুলে ধরতে হবে। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সিমেন্ট সেক্টরের সেলস কনফারেন্স, ২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে সায়েম সোবহান আনভীর এ কথা বলেন। ‘টুগেদার টুওয়ার্ডস উইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে এ সেলস কনফারেন্স আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর। সায়েম সোবহান আনভীর বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সিমেন্ট মার্কেটে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের টিম সবচেয়ে দক্ষ ও পরিশ্রমী। তিনি আরও বলেন, সততা, পরিশ্রম এবং কর্মনিষ্ঠার মধ্য দিয়ে একজন বিক্রয়কর্মী তার কর্মজীবনে দক্ষতা বৃদ্ধি করতে পারেন, যা তার বর্তমান ও ভবিষ্যৎ ক্যারিয়ার ও কোম্পানির বাজার বৃদ্ধিতে সব সময় সহায়ক। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, চিফ ফাইন্যানশিয়াল অফিসার মো. তোফায়েল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিক্রয়কর্মীর মধ্যে টেরিটরি, এরিয়া ও ডিভিশনভিত্তিক সেরা পারফরমারদের সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদানের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফাইন্যান্স) নুরে আলম সিদ্দিকী, পিজিরুল আলম খান, জেনারেল ম্যানেজার (সেলস) মাহমুদুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস আবদুল লতিফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) পলাশ আকতার প্রমুখ।

সর্বশেষ খবর