শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকা বাড়ি পাচ্ছে না ৬৮ হাজার গৃহহীন

প্রস্তাব নাকচ করল অর্থবিভাগ

মানিক মুনতাসির

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ৬৮ হাজার ৩৮টি গ্রামে একটি করে দুস্থ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থবিভাগ। বিভাগটি মনে করে টিআর, কাবিখা, ভিজিএফের টাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করলে দুস্থ ও অতি দরিদ্র পরিবারগুলোর মধ্যে চলমান কর্মসূচি বাধাগ্রস্ত হবে। মূলত এ প্রকল্পের জন্য অর্থবিভাগের কাছে কোনো অর্থ বরাদ্দ না থাকায় এ কর্মসূচিতে অর্থের সংস্থান করা সম্ভব হবে না। এমনকি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক ৩৬৩১১০৭ বিশেষ অনুদান খাত থেকে অর্থ কেটে এনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হলে জরুরি দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় অর্থের সংস্থানেও জটিলতা দেখা দেবে বলে মনে করে অর্থবিভাগ। মুজিববর্ষ উপলক্ষে ৬৮ হাজার ৩৮টি গ্রামে সমসংখ্যক গৃহহীন পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়া কর্মসূচির বিপরীতে অর্থ বরাদ্দ চেয়েছিল দুর্যোগ মন্ত্রণালয়। গতকাল অর্থবিভাগ তা নাকচ করে ছয়টি পর্যবেক্ষণও তুলে ধরেছে। গতকালই এ ফাইল দুর্যোগ মন্ত্রণালয়কে ফিরিয়ে দেওয়া  হয়েছে। অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মহসীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অর্থবিভাগের মতামতের বিষয়ে এখনো কিছু জানি না। তবে এ প্রকল্পটি একটি ভালো প্রকল্প। আমরা এটার প্রস্তাব পাঠিয়েছিলাম। এটা হলে অনেক পরিবার উপকৃত হবে। অর্থবিভাগের পাঠানো পর্যবেক্ষণপত্রে বলা হয়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ করা হলে টিআর কর্মসূচির মূল লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হবে। ফলে টিআর, ভিজিএফ, কাবিখার মতো কোনো প্রকল্পের অর্থ দিয়ে গৃহহীনদের বাড়ি নির্মাণের মতো কাজে ব্যয় করা সমীচীন হবে না       বলে মনে করে অর্থবিভাগ। এ ছাড়া ভূমিহীন, গৃহহীন, ঠিকানাহীন, নদী ভাঙনে দরিদ্র পরিবারগুলোকে গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প চলমান রয়েছে। যার আওতায় গুচ্ছগ্রাম প্রকল্প কার্যকর। সেখানে গৃহহীনদের আবাসন গড়ে দেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ফলে মুজিববর্ষ উপলক্ষে ২০১৯-২০ অর্থবছরে ৩০ হাজার এবং ২০২০-২১ অর্থবছরের ৩৮০৩৮টি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রস্তাবে অপারগতা জ্ঞাপন করা হলো বলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে অর্থবিভাগ। বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশের প্রায় চার কোটি মানুষ এখনো দরিদ্র। এদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ রয়েছে যারা ভূমিহীন ও গৃহহীন। প্রান্তিক এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরেও গৃহহীন মানুষ রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এসব পরিবারকে গৃহনির্মাণ করে পরিকল্পনা ও প্রস্তাবনা অর্থবিভাগে জমা দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। এ প্রসঙ্গে দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্? কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা তো আমাদের প্রকল্প। বাজেটও আমাদের। অর্থবিভাগ নাকচ করলেও দ্বিপক্ষীয় বৈঠক যখন হবে তখন অর্থবিভাগকে আমরা বোঝাতে সক্ষম হব যে এটি একটি ভালো প্রকল্প। এটি হওয়া দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর