শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরায় ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপোর পর্দা নামছে আজ

নিজস্ব প্রতিবেদক

অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি এখনো সমাজের বৃহৎসংখ্যক মানুষের আস্থার জায়গায় রয়েছে ইউনানি ও আয়ুর্বেদিকের মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতি। গতকাল সেই আস্থা ফুটে উঠল বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপোতে দর্শনার্থী সমাগমে। বিভিন্ন বয়সের মানুষ মেলা ঘুরে দেখার পাশাপাশি কিনে নিয়ে যান স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন হারবাল পণ্য। অনেক তরুণ-তরুণীকে সৌন্দর্য চর্চার জন্য হারবাল শ্যাম্পু, ফেসমাস্ক ইত্যাদি কিনে ফিরতে দেখা যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চলমান মেলাটি শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। মেলায় বাংলাদেশ ও ভারতের প্রায় অর্ধশত আয়ুর্বেদিক ও ইউনানি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে। আছে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের প্রতিষ্ঠানও। এ ছাড়া ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতের মেশিনারি নিয়েও হাজির হয়েছে দু-একটি প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে কিছু প্রতিষ্ঠান ছাড়ও দিয়েছে। পূর্ণভা তাদের সব পণ্যে দিয়েছে ১০ ভাগ ছাড়। শক্তি ঔষধালয়ের কবিরাজ ভোলানাথ সরকার বলেন, ‘বেশি পণ্য নিলে পাঁচ শতাংশ ছাড় দিচ্ছি।’ এদিকে শক্তি ঔষধালয়, হামদর্দসহ দেশি-বিদেশি প্রায় অর্ধশত ইউনানি ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে পাওয়ায় মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে বিপুল আগ্রহ দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর