শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- নাসির বিল্লাহ, জুবায়ের, মো. জাহিদ, মো. সেলিম হোসেন, মো. সেলিম উদ্দিন, মো. ফিরোজ, মো. শাহজাহান এবং মো. আসাদ সিকদার। বুধবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া চাকরি প্রদানের বিভিন্ন নথিপত্র ও সরঞ্জামাদিসহ ভুয়া প্রশ্নপত্র ফাঁসের একাধিক স্ক্রিনশর্ট জব্দ করা হয়। র‌্যাব-৪-এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, এ চক্রটি ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল। চলমান এসএসসি পরীক্ষাকে পুঁজি করে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারকচক্রটি বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রমে লিপ্ত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে এসএসসির কোমলমতি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছিল। বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা প্রশ্নের আশায় বসে থেকে পড়া লেখা না করে প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়। এ ছাড়াও চক্রটি গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের টার্গেট করে প্রতারণা করেছে। তাদের চাকরি দেওয়ার নাম করে প্রায় শতাধিক চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর