শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশেই তৈরি হবে ফায়ার ফাইটিং যন্ত্রপাতি : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে- এমন তথ্য দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। শিল্পের জন্য অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ  সেক্টরের অনেক যন্ত্রপাতি এখনো আমরা আমদানি করছি। আমাদের সুযোগ ও দক্ষতা আছে এ ধরনের যন্ত্রপাতি তৈরি করার। ফায়ার ফাইটিং যন্ত্রপাতি দেশেই  তৈরি করতে হবে। নিজেরাই এ যন্ত্রপাতি তৈরি করলে আমাদের আর আমদানিনির্ভর থাকতে হবে না, একই সঙ্গে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ইলেকট্রনিক সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. মোতাহার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান, এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, বিজিএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহা. আব্দুস সালাম প্রমুখ। এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ইতালি, তাইওয়ান, তুরস্কসহ ২৫টি দেশের ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ৭৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো ফি ছাড়াই এক্সপোতে প্রবেশ করা যাবে। এক্সপো চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর