শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না

- সুলতানা কামাল

রংপুর প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশের কাঠামোগত উন্নয়ন হলেও সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সে ধরনের উন্নয়ন হয়নি। মানবাধিকার চরমভাবে ভূলুণ্ঠিত হচ্ছে। সরকারের কাছে মানুষ আর ন্যায়বিচার প্রত্যাশা করে না। খুন গুম হলেও আর বিচারপ্রার্থী হয় না। যেমনটি সাগর-রুনির পরিবার বলেছে, তারা আর বিচার প্রত্যাশা করেন না।  গতকাল সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন স্কুল অডিটোরিয়ামে অষ্টম যুব সংসদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেও  কাছে তিনি এ মন্তব্য করেন। সুলতানা কামাল বলেন, ভারত বারবার কথা দেওয়ার পরেও সীমান্ত হত্যা বন্ধ করছে না, এটা বড় উদ্বেগজনক। তারা রাবার বুলেট ব্যবহারের কথা। কিন্তু সেটা করছে না। এ নিয়ে সরকারেরও উদ্যোগ দেখছি না। মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে না। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকবর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর