শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছিনতাইয়ের ‘টোপ’ পুরুষ বুঝে

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ওরা তিন যুবতী। রাতে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় ঘুরে বেড়ায় শিকারের খোঁজে। গ্রাম থেকে আসা সহজ-সরল পুরুষ দেখলেই দেয় ‘টোপ’। অতঃপর শিকারকে নিজেদের ডেরায় নিয়ে হাতিয়ে নেয় নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র। এভাবে নগরীর স্টেশন রোড এলাকায় অভিনব কায়দায় ছিনতাই করে আসছিল একাধিক ছিনতাই চক্র। যার মধ্যে রয়েছে পিংকী আক্তার, আঁখি আক্তার মালু এবং শারমিন আক্তার নামে তিন তরুণীও।    

গত বৃহস্পতিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘এ তিন নারী ছিনতাইকারীদের কৌশল একেবারেই অভিনব। তাদের টার্গেটে থাকে গ্রাম থেকে আসা সহজ-সরল পুরুষরা। অভিনব কায়দায় তারা নগরীর স্টেশন রোড এলাকায় ছিনতাই করে। এ ধরনের ছিনতাই চক্রের তিন সদস্যকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।’ তিনি আরও জানান, গ্রেফতার হওয়া তিনজন বৃহস্পতিবার রাতে মাসুম এবং ফয়সাল নামে তিন যুবককে অভিন্ন কৌশলে ফাঁদে ফেলে। এরপর নির্জন এলাকায় নিয়ে তাদের গলায় ব্লেড ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা টহল পুলিশ দেখে চিৎকার দেয়। পুলিশ চিৎকার শুনে তাদের উদ্ধার করে এবং তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। জানা যায়, অভিনব কায়দায় ছিনতাই চক্রের সদস্যরা ‘পতিতা ছদ্মবেশে’ রাতের বেলায় স্টেশন রোড এলাকায় অবস্থান নেয় শিকারের খোঁজে। এ ধরনের একাধিক চক্র সক্রিয় রয়েছে ওই এলাকায়। যার মধ্যে অপর একটি চক্রকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, এ ধরনের ছিনতাই চক্রের সদস্যরা সবাই কিশোরী কিংবা তরুণী। মূলত নেশার টাকা জোগাড় করতেই তারা এ এলাকায় ছিনতাই করে ঘুরে বেড়ায়। নগরীর স্টেশন রোড এলাকায় একাধিক চক্র সক্রিয় রয়েছে। তারা ওই এলাকায় ছিনতাই করে বেড়ায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর