রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে হবে

-মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই পড়ে জানতে হবে কেমন করে একটি মানুষ জীবনের সবকিছু ত্যাগ করে টুঙ্গিপাড়া থেকে বাঙালি জাতি গঠনে স্বপ্ন দেখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করলে নতুন প্রজন্ম আদর্শবান ও সুন্দর  জীবন গড়ে তুলতে পারবে। গতকাল বেলা ১২টায় বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক লালু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ,  অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, বিজয় ডিজিটাল প্রধান নির্বাহী জেসমিন জুঁই, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছামসুল আলম, অভিভাবক বজলুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পত্নী মহসীনা হাসনাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর