রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভুয়া সুরকার সাজিদ সরকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া সুরকার সাজিদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকাল ৩টায় ঢাকার বেইলি রোডের কেএফসি নামে একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড  ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সিটিটিসি কর্মকর্তা জানান, আটক ব্যক্তির প্রকৃত নাম সবুজ সিকদার ওরফে ইমন হোসেন ওরফে নিরব আহম্মেদ সজিব ওরফে সাজিদ সরকার (২৮)। তিনি জনপ্রিয় সুরকার সাজিদ সরকারের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি ভুয়া ফেসবুক আইডি বানিয়ে সেটাতে শেয়ার করে নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতেন। এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়াতে নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিতেন। আর এই ভুয়া পরিচয়ে তিনি উঠতি মডেল ও গায়িকাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ দেওয়ার কথা বলে টাকা নিতেন। অনেক সময় অনৈতিক কাজের প্রস্তাব দিতেন। আদাবর থানায় শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রটি আরও জানায়, সংগীত পরিচালক ও সুরকার সাজিদ সরকারের সুর করা গান ‘ছুঁয়ে দিলে মন’, ‘তাই তোমার খেয়াল’, ‘বুকের বাঁ পাশে’, ‘একটাই তুমি’ ও ‘ঝুম’ গানগুলো তার নামে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে সেটাতে শেয়ার করে নিজের বলে প্রচার করতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর