বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক দিন পর ঊর্ধ্বগতি শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দর পতনের এক দিন পরই ঊর্ধ্বগতি হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছ ৪ হাজার ৭৫৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১৮৪ কোটি ১৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।  যার মধ্যে ১৪৩টির দর বেড়েছে, কমেছে ১৮০টি এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫২ পয়েন্টে।

সিএসইতে হাতবদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত থাকে ৩৫টির দর। লেনদেন হয়েছে ৮৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর