বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শহীদ মিনার ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তা

যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তা। ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে আর্চওয়ের ভিতর দিয়ে মূল বেদিতে ঢুকতে হবে। প্রত্যেককে তল্লাশি করা হবে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির পর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিতরে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও ২০ ফেব্রুয়ারি রাত ৮টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ থাকবে। পুলিশ কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ তৎপর রয়েছে। সাদা পোশাকে পুলিশ, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত টিম দায়িত্ব পালন করবে।  তিনি বলেন, শহীদ মিনারের বেদিকেন্দ্রিক প্রথম স্তর, বাইরে দ্বিতীয় স্তর, দোয়েল চত্বর-শাহবাগ-নীলক্ষেত-পলাশী-বকশীবাজার কেন্দ্রিক তৃতীয় স্তর ও এর বাইরে আরেক স্তর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভিগুলো কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোথাও সমস্যা মনে হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।  শফিকুল ইসলাম বলেন, ২০ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর