বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুরাগ তীরে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

তুরাগ তীরে অভিযান চালিয়ে একটি রেডিমিক্স কোম্পানির লোহার চিমনি, কনভেয়ার বেল্টসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বিশেষ অভিযানের অষ্টম দিনে আশুলিয়ার ধৌর ব্রিজ থেকে গ্রামভাটুলিয়া মৌজা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে আড়াই একর তীরভূমি অবমুক্ত করার পাশাপাশি প্রায় এক লাখ ঘনফুট ভরাট করা বালু ও মাটি অপসারণ করা হয়।

 অভিযানে তুরাগের তীর দখল করে গড়ে তোলা রেডিমিক্স কোম্পানির তিনটি লোহার চিমনি  (হোপার), দুটি কনভেয়ার বেল্ট, দুটি পাকা দেয়াল, একটি কাঠের বল্লী বেরিক্যাড ও ২৫টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। একই স্থানে হওয়ায় দুটি কনভেয়ার বেল্টকে একটি ও তিনটি চিমনিকে একটি স্থাপনা হিসেবে ধরা হয়েছে। চলতি বছরের মধ্যেই ঢাকার চারপাশের সব নদী দখলমুক্ত করার লক্ষ্য নিয়ে অভিযান চলছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আশুলিয়া বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিপরীতে তুরাগ নদ থেকে বিরুলিয়া ব্রিজ অভিমুখে অভিযান চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর