শিরোনাম
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সঠিক পথে নেই বাংলাদেশ

এসডিজি নিয়ে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সঠিক পথে নেই বাংলাদেশ

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সঠিক পথে নেই বাংলাদেশ। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিচার-বিশ্লেষণ করার মতো তথ্য-উপাত্ত পর্যন্ত নেই। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক মূল্যায়ন প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

সিপিডি বলেছে, বৈষম্য দূরীকরণ, শান্তি ও ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কর্মসংস্থান নিশ্চিত করার মতো বিষয়গুলোয় বাংলাদেশের এখনো কার্যকর অগ্রগতি হয়নি। তবে সবার জন্য শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রাথমিকভাবে সাফল্য এসেছে। এসডিজি অর্জনে সফল হতে হলে সরকারি-বেসরকারি উদ্যোগ ও রাষ্ট্রীয়ভাবে জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সিপিডি। এ ছাড়া কয়েকটি ক্ষেত্রে নীতিগত ব্যাপক সংস্কারের দাবি করা হয়েছে। ‘চার বছরে বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন মূল্যায়ন : বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদনটি গতকাল রাজধানীর লেকশোর হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে সিপিডি ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে সংলাপের আয়োজন করে। সংলাপে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. রেনে হোলেস্টেইন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান, সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর