শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সবখানে বাংলার ব্যবহার চাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিদিন ডেস্ক

সবখানে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে সব শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া প্রভাতফেরি, বর্ণমালার মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য- চট্টগ্রাম : একুশের প্রথম প্রহর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। খুলনা : শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এছাড়া খুলনায় বিভিন্ন সরকারি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগ, নগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা। সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা ও মহানগর বিএনপি এবং জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন। সকালে প্রভাতফেরি শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বরিশাল : ভোর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে প্রভাতফেরি নিয়ে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদ?দের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের শুভেচ্ছা জানানো ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শহীদ বেদিতে উঠে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করে। সার্কিট হাউস চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়। বগুড়া : একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কে। ময়মনসিংহ : একুশের প্রথম প্রহরে টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য মনিরা সুলতানা, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ। কুমিল্লা : কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম বাহাউদ্দিন বাহার এমপি, সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সংসদ সদস্য আরমা দত্ত ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীসহ অন্যরা।

সর্বশেষ খবর