রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কচুরিপানার খাদ্য মূল্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে

------ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কচুরিপানার খাদ্যমূল্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষায় কচুরিপানা খাবার উপযোগী হলে ভবিষ্যতে এটি নিয়ে চিন্তা করা হবে। পরিকল্পনা মন্ত্রীর কচুরিপানা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল রংপুর নগরির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি  কেউ খেতেন না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন তো খাচ্ছেন।

পিয়াজের কেজি এখন ১০০ টাকার নিচে দাবি করে  বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী মাসে পিয়াজের দাম আরও কমবে। অনেক নতুন পিয়াজ বাজারে উঠবে। তখন সংকট আর থাকবে না। মন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হবে। কেউ যেন কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

সর্বশেষ খবর