শিরোনাম
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. ডিল আফরোজা বেগম -বাংলাদেশ প্রতিদিন

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির অরিয়েনন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. ডিল আফরোজা বেগম। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পদাধিকার বলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সদস্য বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিন্ডিকেট সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স. ম ইনামুল হাকিম, গ্লোবাল ইউনিভার্সিটি স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর