শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

কর্ণফুলী ও হালদা নদীকে বাঁচাতেই হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক। হালদা নদী উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। তাছাড়া এ দুই নদী থেকে চট্টগ্রাম ওয়াসা পানি উত্তোলন করে পরিশোধনের মাধ্যমে নগরের প্রায় ৭০ লাখ মানুষের কাছে সরবরাহ করে। ফলে এ দুই নদীকে যে কোনো মূল্যেই বাঁচাতে হবে। গতকাল দুপুরে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ‘ডেভেলপিং দ্য ড্রাফট ওয়াটারশেড ম্যানেজমেন্ট পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আইইউসিএনের কান্ট্রি প্রতিনিধি রাকিবুল আমিন। বক্তব্য রাখেন চবির বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন, ড. এস এম শামসুল হুদা, ড. জেরিন আকতার ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর উদ্যোগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)-এর সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর