শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাঠে নামলেন রেজাউল ও শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাঠে নামলেন রেজাউল ও শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেন। রেজাউল করিম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গত বৃহস্পতিবার। এ সময় দলীয় বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গতকাল সকাল থেকে তার কর্মতৎপরতা বেড়ে যায়। তিনি প্রথমেই প্রয়াত এমপি মাঈন উদ্দীন খান বাদলের কবর জিয়ারত করেন। এরপর কালুরঘাটে বুড়া মসজিদে জুমার নামাজ পড়েন। সকাল থেকেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়সহ নানাবিধ সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। সন্ধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে এবং প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। এতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ শীর্ষ নেতারা উপিস্থত ছিলেন। অন্যদিকে নেতা-কর্মীদের নানান নির্দেশনা দিয়ে দিন কাটিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি অংশগ্রহণ করেন সামাজিক অনুষ্ঠানেও। জানা গেছে, সকালে নিজ বাসায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ডা. শাহাদাত হোসেন। ওই বৈঠকে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে নানান দিকনির্দেশনা দেন তিনি। জুমার নামাজের আগে থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর সিটি গেট এলাকার একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন ডা. শাহাদাত। বিকালে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় তিনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ধাওয়া-পাল্টা ধাওয়া : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় সরাইপাড়া ঝর্ণাপাড়ায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। জানা গেছে, বিকালে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থকরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর