রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি নির্বাচন

বিদ্রোহীদের চিঠি দিচ্ছে বিএনপি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। কোন্দল নিরসন করতে এরই মধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চিঠি দিচ্ছে বিএনপি। বিদ্রোহী কাউন্সিলর  প্রার্থীদের চিটি দেওয়ার কথা স্বীকার করে আবুল হাসেম বক্কর বলেন, ‘আশা করছি তারা দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে কাউন্সিলর পদের প্রার্থিতা প্রত্যাহার করবে। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ফের চাঙা হয়েছে বিএনপির অন্তর্কোন্দল। মেয়র পদে পাঁচজন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দল আস্থা রাখে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের ওপর। নির্বাচনের আগে এ কোন্দল নিরসন করতে আগামী ৪ মার্চ মহানগরে সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় নেতারা।

ঘরোয়া বৈঠকে শাহাদাত : গতকাল পুরো দিন ঘরোয়া বৈঠক করেই কাটিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসব বৈঠকে সিনিয়র নেতাদের পাশাপাশি ছিলেন তৃণমূলের নেতা-কর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর