রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিলেটের অপরাধজগতে আতঙ্ক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

অপরাধমূলক কর্মকা- দমনে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক সময়ে তাদের সক্রিয় তৎপরতায় ধরা পড়ছে একের পর এক অপরাধী। বিশেষ করে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং ডাকাতদের ধরতে হার্ডলাইনে রয়েছে পুলিশ ও র‌্যাব। অপরাধীদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাও ঘটছে। গেল কয়েক মাসে এসব বন্দুকযুদ্ধে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সব মিলিয়ে এখন সিলেটের অপরাধ জগতে বিরাজ করছে আতঙ্ক। সিলেটে ছিনতাই যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাইয়ের শিকার হয় সাধারণ মানুষ। ছিনতাইকারীদের ধরতে সম্প্রতি একটি তালিকা করেছে পুলিশ। সে তালিকা ধরে চলছে গ্রেফতার অভিযান। পুলিশসূত্রে জানা গেছে, গেল প্রায় দুই মাসে ৪০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অন্তত ১০ জনের নাম দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় ছিল।প্রবাসী-অধ্যুষিত সিলেটে ডাকাতদের দৌরাত্ম্যও বড় সমস্যা। ডাকাতদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের তৎপরতায় গেল বুধবার সিলেটের গোলাপগঞ্জ থেকে চিহ্নিত ডাকাত আবদুল মান্নান এবং ওসমানীনগর থেকে আবুল কাশেম ওরফে গুল্লি কামালকে গ্রেফতার করা হয়। এর বাইরে গত মাসখানেকের মধ্যে অন্তত ২০ ডাকাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে পাইপগান, শুটারগান, রামদাসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিলেটের জকিগঞ্জে, বিয়ানীবাজারে ও বিশ্বনাথে তিন ডাকাত নিহত হন। এ ছাড়া গত বুধবার রাতে গোলাপগঞ্জে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই পুলিশ সদস্য ও এক ডাকাত গুলিবিদ্ধ হন। জানা গেছে, সিলেট সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের দেশ থেকে স্রোতের মতো মাদক ঢুকছে এখানে। ফলে প্রতিনিয়ত মাদকের আগ্রাসন বাড়ছে সিলেটে। এ পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত প্রায় দুই মাসে অন্তত ৯০ জন মাদক ব্যবসায়ীকে ধরেছে পুলিশ ও র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া গেল ৪ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হন। এর বাইরে গত বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসী’ নিহত হন। জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় বর্তমানে সিলেটের অপরাধ জগতে আতঙ্ক বিরাজ করছে।

 গ্রেফতার এড়াতে অপরাধীরা গা ঢাকা দিচ্ছেন। কেউ কেউ দেশ ছেড়ে পালানোর মতলব আঁটছেন বলেও জানা গেছে। এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, ‘অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হবে না। আমরা অপরাধীদের ধরতে কঠোর অবস্থানে আছি। অপরাধীদের ধরতে প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।’ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ‘সব ধরনের অপরাধী ধরতে পুলিশ মাঠে তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর