রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

রংপুর এক্সপ্রেসসহ ৮ জোড়া আন্তনগর ট্রেনের শিডিউল বিপর্যয়

ইঞ্জিন সংকট ও ক্রসিংয়ে অতিরিক্ত সময় ব্যয় দায়ী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চরম শিডিউল বিপর্যয় ঘটছে রংপুর বিভাগে রেলওয়ের ৮ জোড়া আন্তঃনগর ট্রেনে। প্রতিটি ট্রেন ৩ থেকে ৫ ঘণ্টা দেরিতে চলাচল করছে। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ট্রেন কখন আসবে আর কখন ছাড়বে এ তথ্যও সঠিকভাবে যাত্রীদের জানানো হচ্ছে না। এই অবস্থার জন্য ইঞ্জিন সংকটকে দায়ী করছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পশ্চিমাঞ্চলীয় রেলের লালমনিরহাট ডিভিশন সূত্রে জানা গেছে, এই ডিভিশন থেকে ৮ জোড়া অর্থাৎ ১৬টি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করে। ট্রেনগুলো হচ্ছেÑ  রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা, দ্রুতযান, দোলনচাপা ও করতোয়া এক্সপ্রেস। প্রতিদিন  এসব ট্রেনে ৬ থেকে ৭ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের ৩ থেকে ৪ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে।  খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীরা রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ট্রেন কখন আসবে, কখন যাবে এর কোনো সঠিক নির্দেশনা নেই স্টেশনগুলোতে। ট্রেনের বিষয়ে সঠিক কোনো তথ্য পাচ্ছেন না বলে অনেক ভুক্তভোগী যাত্রী অভিযোগ করেছেন। রেলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থার জন্য ট্রেনের ইঞ্জিন সংকট মূলত দায়ী। এ ছাড়া পাকশি জংশন পার হতে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। অপর দিকে ট্রেনের তুলনায় নতুন লাইন না থাকায় ক্রসিংয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

রেলের লালমনিরহাট ডিভিশনের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিসি) নেহাশিষ দাশ গুপ্ত বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রায় দুই মাস ধরে ইঞ্জিন সংকট চলছে। যে ইঞ্জিন ঢাকা থেকে আসে সেটিই আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ফলে ইঞ্জিনের গতিও কিছুটা শ্লথ হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে রেল মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করি মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত  নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর