রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরায় জমে উঠেছে এশিয়া ফার্মা এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় জমে উঠেছে এশিয়া ফার্মা এক্সপো

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ওষুধ শিল্পের বৃহত্তম প্রদর্শনী ১২তম এশিয়া ফার্মা এক্সপো -বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ওষুধ শিল্পের বৃহত্তম প্রদর্শনী ১২তম এশিয়া ফার্মা এক্সপো। গতকাল ছুটির দিনে সকাল থেকেই মেলায় ভিড় জমান দর্শনার্থীরা। আগতদের অধিকাংশই দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, পাকিস্তানসহ অন্যান্য দেশেরও অনেক দর্শনার্থীর দেখা মিলেছে মেলাপ্রাঙ্গণে। আজ রাতে শেষ হচ্ছে তিন দিনব্যাপী মেলা। দেশীয় উদ্যোক্তাদের কাছে ওষুধ শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির পরিচয় করিয়ে  দিতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড, অ্যালিয়েন্ট লিমিটেড ও ইইপিসি ইন্ডিয়া যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্বের ১৮টি দেশের ওষুধ শিল্পের সঙ্গে জড়িত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। একই ছাদের নিচে ওষুধ শিল্পের সব সমাধান খুঁজতে মেলায় ভিড় করছেন উদ্যোক্তারা। গতকাল সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, স্টলে স্টলে সাজানো ওষুধ তৈরির কাঁচামাল, স্বয়ংক্রিয় ট্যাবলেট কোটিং মেশিন, ল্যাব সরঞ্জামসহ ওষুধ শিল্পের আধুনিক নানা প্রযুক্তি ও মেশিনারি। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের পণ্য সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন।

একটি যন্ত্রের বর্ণনা দিতে গিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া গ্লোবাল প্রসেস সলিউশনের উপব্যবস্থাপক প্রকৌশলী এ কে এম ওবায়দুল্লাহ বলছিলেন, ‘আমাদের স্বয়ংক্রিয় ট্যাবলেট কোটিং মেশিন অন্য সাধারণ মেশিনের তুলনায় একই সময়ে তিনগুণ কোটিং করতে পারে। ফিনিশিংও অনেক ভালো। সেই সঙ্গে যন্ত্রটি জ্বালানি সাশ্রয়ী। মেলায় আগতদের অনেকেই মেশিনটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন।’ এসপিআই ফার্মার স্টলে দেখা যায় ওষুধ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল সাজিয়ে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ মার্সিয়া জানান, তাদের প্রতিষ্ঠানটি ৭৫ বছরের বেশি সময় ধরে ওষুধ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহ করে আসছে। মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর