রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাল্টে যাচ্ছে খুলনা

সামছুজ্জামান শাহীন, খুলনা

পাল্টে যাচ্ছে খুলনা

খুলনা মহানগরীর শিববাড়ি থেকে ময়লাপোতা-রয়েল হোটেল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে চলছে ড্রেনেজ সংস্কার কাজ। সেই সঙ্গে শেখপাড়া লিংক রোড, হাজী ইসমাইল রোড, গোবরচাকা প্রধান সড়ক, আল-আমিন মহল্লাসহ দৌলতপুর-খালিশপুর এলাকায় চলছে ফুটপাথ ও ড্রেন নির্মাণ। জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কর্মযজ্ঞে এরই মধ্যে পাল্টে যেতে শুরু করেছে নগরচিত্র। তবে শুধু ড্রেনেজ ব্যবস্থা নয়, নগরীর সড়ক সংস্কার, ময়ূর নদী খনন, দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নেও নানা পদক্ষেপ নেওয়া

হয়েছে। জানা যায়, নগরীর জলাবদ্ধতা নিরসনে মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) আওতায় বর্তমানে প্রায় ১০০ কোটি টাকার ড্রেনেজ উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ ছাড়া ৮২৩ কোটি টাকার জলাবদ্ধতা নিরসনে আরেকটি প্রকল্পে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। সড়ক উন্নয়নে ৬০৮ কোটি টাকার প্রকল্পে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব প্রকল্পে নগরীর ৯টি প্রধান সড়কের পাশে ৬২ কিলোমিটার প্রাইমারি ড্রেন ও ১২৮ কিলোমিটার সেকেন্ডারি ড্রেন সংস্কার, সড়কে কার্পেটিং ও আরসিসি ঢালাই, ২০টি গুরুত্বপূর্ণ মোড় উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা হবে। কেসিসির নির্বাহী প্রকৌশলী মো. আবদুুল আজিজ বলেন, বর্জ্য ব্যবস্থার উন্নয়নে ৩৩৮ কোটি টাকার আরেকটি বড় প্রকল্প পাইপলাইনে রয়েছে। তা থেকে স্বয়ংক্রিয়ভাবে ড্রাম ট্রাকে বর্জ্য সংগ্রহ করা হবে। কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দুই প্রকল্পের প্রথম কিস্তির ৪০০ কোটি টাকা পাওয়া গেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর