রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাঠ না থাকায় খেলতে পারছে না সাভারের শিশু-কিশোররা

বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ

প্রতিদিন ডেস্ক

জনসংখ্যার মাত্রাতিরিক্ত চাপ আর অপরিকল্পিত নগরায়ণের কারণে পুরো দেশটাই যেন দিন দিন ছোট হয়ে আসছে। সারা দেশেই হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের খেলার মাঠগুলো। তাতে পিছিয়ে নেই ঢাকা জেলার অন্তর্গত সাভার পৌরসভাও। সাভারে পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠের অভাবে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সাভার পৌরসভার একজন কর্মকর্তা জানান, সাভার উপজেলার আয়তন ২৭৮.৪ বর্গ কি.মি.। জনসংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৮৮৫ জন। যার ৪০ শতাংশ শিশু-কিশোর। তাদের খেলার উপযোগী কোনো মাঠ নেই। যে মাঠগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নেই কোনো ব্যবস্থা। সাভারের কয়েক শিক্ষার্থীর পরিচালিত জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে। সাভারের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার শিলাসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু কিছু মাঠে ছেলেদের খেলার সুযোগ পেলেও মেয়েশিশুদের জন্য নেই কোনো সুব্যবস্থা। তারা  আরও জানায়, খেলতে গেলেও তাদের সম্মুখীন হতে হচ্ছে ইভ টিজিংসহ নানারকম সামাজিক সমস্যার। সাভারের একজন অভিভাবক পবন কুমার দাস এবং অন্যান্য অভিভাবকরা জানান, অধিকাংশ শিশু-কিশোররা মাঠে না গিয়ে ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ। যার কারণে তারা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছে মোবাইল গেমস, কম্পিউটার গেমস এবং প্রযুক্তিনির্ভর অন্যসব যন্ত্রের ওপর। স্থানীয় বিদ্যালয়গুলো জরিপের মাধ্যমে জানা গেছে, সাভারের বেশিরভাগ কিন্ডারগার্টেন ও বিদ্যালয়গুলোতে খেলার মাঠ নেই। আর যেসব বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে সেগুলোতে ছেলেমেয়েরা খেলতে চাইলেও বিদ্যালয়ের কর্তৃপক্ষের কারণে তারা স্কুল শেষে খেলতে পারে না। সরেজমিনে জানা গেছে, মুক্তির মোড়ে অবস্থিত স্থানীয় খেলার মাঠটি নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী রেখে বড় একটি অংশ দখল করে রেখেছে। ফলে শিশু-কিশোররা খেলতে পারে না। সাভার পৌরসভার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, সাভারের খেলার মাঠের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, ফলে তারা কোনো খেলার মাঠ নির্মাণ করতে পারছে না। কিন্তু তাদের কাছে সাভারবাসীর জন্য ‘শেখ রাসেল’ নামে একটি শিশুপার্ক করার পরিকল্পনা আছে। পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া গেলে পরিকল্পনা বাস্তবায়িত করবে। কিন্তু এ পরিকল্পনা আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সাভারবাসী সন্দিহান। সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গনি জানান, পৌরসভার প্রতিটি এলাকায় একটি করে খেলার মাঠ করতে চায় তারা। যাতে শিশু-কিশোররা তাদের অবসর সময় ঘরে না কাটিয়ে খেলার মাঠে কাটাতে এবং সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় সেটি করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর