রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে কাজ করছে : অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পৌঁছার জন্য সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা ইকোনমিক জোনে ৩টি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ৩টি, আনন্দবাজারে ২টি এবং মেঘনাঘাটে ১টিসহ মোট ৯টি শিল্প কারখানার একত্রে উদ্বোধনের সময় তিনি এ কথা  বলেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও বেজার চেয়ারম্যান পবন চৌধুরী। সভায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মেঘনা ইকোনমিক জোনে চার হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপিত এসব শিল্প প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে বলে জানান মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

উদ্বোধন হওয়া শিল্পকারখানাগুলো হলো- মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড, সোনারগাঁও সিড ক্র্যাশিং মিলস লিমিটেড, মেঘনা বলপেন অ্যান্ড এক্সেসরিজ এমএফজি লিমিটেড, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড, সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্রেশ ওয়েল্ডিং, ইলেকট্রডস অ্যান্ড ওয়্যার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড, সোনারগাঁও শিপ বিল্ডার্স অ্যান্ড ইয়ার্ড লিমিটেড, ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-২)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর