রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলে ক্ষমতায় থাকা যাবে না : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,  কোনোভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা যাবে না। যদি এগুলো করে থাকেন, তাহলে ক্ষমতায় থাকা যাবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সাবেক ডাকসু ভিপি মান্না আরও বলেন, এখন পর্যন্ত সরকারের কাছে আমাদের দাবি, আমরা যত অন্যায় অত্যাচারের কথা বলেছি, মানুষের জীবনের দুর্বিষহতার  কথা বলেছি, আমরা আমাদের  ভোটের অধিকারের কথা বলেছি- এগুলো মানতে হবে। এগুলো না মানা হলে জনগণকে আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। ভারতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মান্না বলেন, আমরা  দেখছি প্রতিবেশী দেশ অশান্ত। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা  কোনো দাঙ্গাকারীর সমর্থক না। আমরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ভারতের মাটিতে অন্য ধর্মের মানুষদের ওপর যদি নির্যাতন হয়, তাদের উপাসনালয় ভাঙা হয়, তবে সেটার প্রতিবাদ করার ক্ষমতা আমরা রাখি।

দুই দেশ বসে এটা সমাধান করুন। গান্ধীর মতো মানুষ এখন দরকার। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু কোনো নিগ্রহ চাই না। ধর্মের নামে খুনোখুনি আমরা পছন্দ করতে পারি না। এ বিষয়ে আমাদের সরকারের ভূমিকা থাকার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর