শিরোনাম
রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিমানবাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স’ শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২০-১’ আজ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হবে। এ মহড়ার মাধ্যমে বিমান বাহিনীর শক্তিমত্তা যাচাই এবং যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে এর দুর্বল দিকগুলো নির্ণয় করে ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে  সুপারিশ করা হবে। আইএসপিআর জানায়, মহড়ায় বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রনগুলো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ সব সদস্য অংশ নিচ্ছে। মহড়ায় বিমান বাহিনী ছাড়াও স্বল্প পরিসরে সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স, বিজিবি এবং বিএনসিসি (এয়ার উইং) অংশ নিচ্ছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর