সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাজার কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হাজার কোটি টাকার প্রকল্প

রেশমের সুদিন ফেরাতে নেওয়া হচ্ছে মেগা প্রকল্প। বার্ষিক ১০০ মেট্রিক টন রেশম সুতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় এক হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহী রেশম কারখানায় আরও ২৩টি লুম চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ২০০২ সালে বন্ধ হওয়ার ১৬ বছর পর ২০১৮ সালের ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে রাজশাহী রেশম কারখানায় প্রথমে ছয়টি, এরপর পাঁচটি- পর্যায়ক্রমে ১৯টি লুম চালু করা হয়েছে। আগামী জুলাই মাসে আরও ২৩টি লুম চালুর পরিকল্পনা আছে। এগুলো চালু হলে কারখানায় চালু করা লুমের সংখ্যা হবে ৪২টি। সূত্র জানায়, নতুন করে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত কারখানায় ৭ হাজার ৮৯১ গজ কাপড় তৈরি হয়েছে। এর মধ্যে কাপড় বিক্রি হয়েছে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার। বাকি কাপড় মজুদ আছে। বর্তমানে কারখানায় গরদ শাড়ি, প্রিন্টের শাড়ি, বিভিন্ন ধরনের থান কাপড়, টাই, টুপিস, ওড়না, হিজাব উৎপাদন হচ্ছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিম বলেন, জুলাই মাসের দিকে সর্বমোট ৪২টি লুম চালু করার পরিকল্পনা আছে। এতে প্রায় ১৫ কোটি টাকা দরকার। ইতোমধ্যে এ টাকা চেয়ে প্রস্তাবনাও দেওয়া হয়েছে। যেহেতু সরকারি টাকায় এতোগুলো লুম চালানো সম্ভব না, মেইটেইন্স, শ্রমিক বিলসহ বিভিন্ন খরচ আছে। তাই কারখানা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে দেওয়ারও পরিকল্পনা আছে। এতে তাদের মালিকানায় চুক্তির মাধ্যমে পাবলিকলি কারখানা চলবে। এতে বহুগুণে উৎপাদন বাড়বে। তিনি বলেন, রেশম শিল্পের উন্নয়নে বোর্ড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে বার্ষিক ১০০ মেট্রিক টন রেশম সুতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় এক হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সংবলিত মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১০ হাজার                রেশম চাষিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অর্থ সহায়তা দেওয়াসহ চীন ও ভারত থেকে উন্নত রেশম কীট ও উন্নত তুঁত জাত আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় রেশম কারখানা চালানোর পক্ষে নন স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, সরকারিভাবেই রেশম কারখানাকে লাভজনক করা সম্ভব। পরিকল্পনা নিয়ে এগুতে হবে। তবে মেগা প্রকল্পটি যাতে লুটপাটের জন্য না হয়, সেদিকে নজরদারি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর