সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় ২৩৫০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

মাটির ৩ মিটার গভীরতায় থাকবে স্যুয়ারেজ লাইন

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা মহানগরীতে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সব ধরনের বর্জ্য পানি উন্মুক্ত ড্রেন বা নদীতে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ কারণে মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পানি পাইপ লাইনের মাধ্যমে সংগ্রহ ও পরিশোধনের মেগা প্রকল্প হাতে নিয়েছে খুলনা ওয়াসা। এজন্য প্রায় ২৩৫০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় নগরীতে প্রায় ২৫০ কিলোমিটার পাইপলাইন ও আটটি পাম্প স্টেশন নির্মাণ করা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধনের পর ওই বর্জ্যরে পানি ফেলা হবে নদীতে আর সলিড বর্জ্য ব্যবহার হবে নিচু জমি ভরাট ও সার তৈরির কাজে।

জানা যায়, প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি ও মাস্টার প্ল্যান এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। নকশা ও ডিপিপি পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে। এছাড়া বড় দুটি ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য লবণচরা মাথাভাঙ্গায় ১২ একর জমি ও ঠিকরাবন্দ এলাকায় ২২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন হলে আগামী জুলাই মাসে এ কাজের            দরপত্র আহ্বান করা হবে। প্রকল্পে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০০ কোটি টাকা অর্থায়ন করবে। বাকি টাকা জিওবি ফান্ড থেকে দেওয়া হবে। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ জানান, মাটির ৩ মিটার গভীরতায় থাকবে স্যুয়ারেজ লাইন। পাইপলাইনের মাধ্যমে বাড়ি থেকে মানব বর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পানি সংগ্রহ করা হবে। এরপর ট্রিটমেন্ট প্ল্যান্টে ওই বর্জ্য পরিশোধন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা হবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত আধুনিক শহর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর